ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিন জনের

ডেস্ক রিটপার্ট

ঢাকা-সিলেট রেললাইনে গাজীপুরের কালীগঞ্জের নলছাটায় অরিক্ষত গেটে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন জনের।

Islami Bank

শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-ব্যবসায়ী মহসিন, চালক মিদুল ও হেলপার জাকির হোসেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা স্থানে একটি অরক্ষিত গেটে নাগরি এলাকা থেকে আসা একটি তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জের ব্যবসায়ী পুবাইল বাজার থেকে তালের শাঁস কিনে পিকআপ ভ্যান নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

one pherma

এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে গিয়ে পড়ে। এতে পিকআপে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

রেলওয়ে পুলিশের এসআই ইকবাল হোসেন জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইবাংলা / জেএন /২১ মে,২০২২

Contact Us