ময়মনসিংহে ৭ হাজার পিস ইয়াবা ও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ৫ জন রোহিঙ্গাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইলিয়াস কাদের বাবুল, নাজমুল হুদা (২৫), আনোয়ারা আক্তার ওরফে রোজিনা (২৬) (রোহিঙ্গা নাগরিক), মো. শাহেদ (২২) (রোহিঙ্গা নাগরিক), নজরুল ইসলাম (২৯) (রোহিঙ্গা নাগরিক), খালেদা আক্তার (৩৮) (রোহিঙ্গা নাগরিক), মো. তৈয়ব ২০ (রোহিঙ্গা নাগরিক)।
এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক তাহমিনা ইয়াসমিন।
তিনি জানান, গতকাল শুক্রবার (২০ মে) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে নগরীর চরকালীবাড়ী এলাকায় মাদক উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় ৫ জন রোহিঙ্গাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়েগ্রেফতার কৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত তারা সুকৌশলে মাদক ব্যবসা করে আসছে বলে তারা স্বীকার করেন।
ময়মনসিংহে ৭ হাজার পিস ইয়াবা ও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ৫ জন রোহিঙ্গাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইলিয়াস কাদের বাবুল, নাজমুল হুদা (২৫), আনোয়ারা আক্তার ওরফে রোজিনা (২৬) (রোহিঙ্গা নাগরিক), মো. শাহেদ (২২) (রোহিঙ্গা নাগরিক), নজরুল ইসলাম (২৯) (রোহিঙ্গা নাগরিক), খালেদা আক্তার (৩৮) (রোহিঙ্গা নাগরিক), মো. তৈয়ব ২০ (রোহিঙ্গা নাগরিক)।
নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক তাহমিনা ইয়াসমিন।
তিনি জানান, গতকাল শুক্রবার (২০ মে) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে নগরীর চরকালীবাড়ী এলাকায় মাদক উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় ৫ জন রোহিঙ্গাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত তারা সুকৌশলে মাদক ব্যবসা করে আসছে বলে তারা স্বীকার করেন।
ইবাংলা / জেএন /২১ মে,২০২২