উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই: বীর বাহাদুর
বান্দরবান প্রতিনিধি-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
আওয়ামী লীগ সরকার একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বান্ধব রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে তুলে ধরতে চায়। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্য ধর্মের যে সকল মানুষ বসবাস করেন, সবার অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।
তাই উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা দরকার। শনিবার সকালে বান্দরবান-রাঙামাটি প্রধান সড়ক হতে বড়খোলা পর্যন্ত রাস্তা ও সেতু এবং বড়খোলা বৌদ্ধ বিহারের চেরাংঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দুই কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়ক, সেতু ও বিহারের চেরাংঘর উদ্বোধন উপলক্ষে বিহারের চেরাংঘরে আলোচনা সভা আয়োজন করা হয়। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়া বৌদ্ধ বিহারের অবস্থান।
তবে রাস্তার নির্মাণ কাজ বান্দরবান-রাঙামাটি প্রধান সড়ক হতে শুরু হয়ে বড়খোলা পাড়া পর্যন্ত। জানা গেছে, পাচউ বোর্ডের অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে সড়ক ও সেতু নির্মাণ এবং ৪৫ লাখ টাকা ব্যয়ে বড়খোলা বৌদ্ধ বিহারের চেরাংঘর (বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের ঘর) নির্মাণ করা হয়।
চেরাংঘরে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য হারুনর রশিদ ও রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী তুষিত চাকমা ।
এসময় বান্দরবান ও রাঙামাটি জেলার প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং বৌদ্ধ ধর্মীয় নেতা (ভান্তে- ভিক্ষু) উপস্থিত ছিলেন। বীর বাহাদুর বক্তব্যে আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত ছিল। তিনি বলেন,
করোনার শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ খবর নিতেন করোনা পরিস্থিতির। করোনার ভেক্সিন আবিস্কারের প্রথম দিকেই বাংলাদেশ ভেক্সিন ক্রয় করে। মহান সৃষ্টিকর্তার অসীম রহমত প্রধানমন্ত্রীর সুযোগ নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্তের কারণে দেশের প্রায় সবাই
ভেক্সিনের আওতায় আসায়, করোনার ভয়াবহতা থেকে বাংলাদেশ নিরাপদ রয়েছে। পার্বত্য মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রধামন্ত্রী বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করা পাশাপাশি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের আনাকে কানাচে উন্নয়ন অব্যাহত রয়েছে, রাস্তা-ঘাট, ব্রিজ- কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
ইবাংলা / জেএন /২১ মে,২০২২