“নজরুল জয়ন্তী এবং বাংলাদেশের সাংস্কৃতিক পর্যটন উন্নয়ন ” শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (২০মে) রাতে কালিয়া উপজেলার পানিপাড়া অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবের এসএম সুলতান সেমিনার কক্ষে ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী।
আরোও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, মাগুরার জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি খবির উদ্দিন আহম্মেদ , কালিয়া উপজেলা ভুমি কর্মকর্তা জহিরুল ইসলাম, নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের এমডি ইরফান আহমেদ প্রমুখ। এসময় সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী সম্পা দাস।
ইবাংলা / জেএন /২২ মে,২০২২