যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষকরা

ডেস্ক রিপোর্ট

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে যমুনা নদীর চরাঞ্চলে ফসলি জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা।

Islami Bank

সোমবার (২৩ মে) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

জানা গেছে, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে ফসল। পাকা ধান ও পাটসহ বিভিন্ন ধরনের সবজি বাগান পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষকরা।

one pherma

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইবাংলা /জেএন /২৩ মে,২০২২

Contact Us