ইবিতে সিভি রাইটিং শেখালেন সাদমান সাদিক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইটি সোসাইটি আয়োজিত এএনএইচ প্রেজেন্টস সিভি রাইটিং ও পাওয়ার পয়েন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের গগণ হরকরা গ্যালারিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন শিক্ষাভিত্তিক প্লাটফর্ম টেন মিনিট স্কুলের কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক। এছাড়াও সংগঠনটির সভাপতি এ এস এম ফাহাদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নাবিলা আনজুম নিশু, হাসান আল মেহেদী, সালমান খান, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিহাদ, অর্থ-সম্পাদক রাকিবুল হাসান চৌধুরী রাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রী বিষয়ক সম্পাদক লাবন্য।

অনলাইন শিক্ষাভিত্তিক প্লাটফর্ম টেন মিনিট স্কুলের কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক বলেছেন, গ্রাজুয়েশন শেষ করেও অনেকেই সিভি আর রেজুমির তফাৎ বোঝে না। কোনটা কীভাবে লিখতে হয় তাও জানে না। সম্পূর্ণ সিভি তৈরি আছে এমন শিক্ষার্থী সংখ্যাও নগন্য। একুশ শতকে এগিয়ে থাকতে হলে প্রত্যেকের একটি আদর্শ সিভি থাকা উচিত।

এর আগে সকাল ১০ টায় ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের কম্পিউটারের প্রাথমিক বিষয়য়াবলির পরীক্ষা নেওয়া। অনুষ্ঠান শেষে তাদের পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনটির নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।

ইবাংলা /জেএন /২৫ মে,২০২২

Contact Us