বরগুনায় মাদ্রাসা ছাত্রকে শারিরীক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গোলাম কিবরিয়া বরগুনা :

বরগুনা সদর উপজেলার ছোটগৌরিচন্নার জয়নাল আবেদীন খান বাড়ির হেফজখানার এক মাদ্রাসাছাত্রকে মারধর ও শারিরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহপাঠী, শিক্ষক ও অবিভাবকরা।

Islami Bank

আজ শুক্রবার (২৭ মে) জুমআর নামাজের ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না মরহুম জায়নাল আবেদীন খান তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালী খালেক খানের জমি মাদ্রাসার রান্নাঘর সংলগ্ন। বেশ কয়েকদিন আগে মাদ্রাসার ছাত্রদের রান্নার কাজ করছিল হেফজ বিভাগের ছাত্র আবু সাঈদ (১২) ।

এ সময় সবজিরর উচ্ছিষ্ট রান্নাঘর থেকে বাইরে ফেললে তা খালেকের জমিতে পরে। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রকে মারধর করে খালেক। এর প্রতিবাদে তার সহপাঠী, শিক্ষক ও অবিভাবকরা জুমআর নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

one pherma

এ সময় মানববন্ধনে শিক্ষকরা বলেন, খালেক প্রায় সময়ই আমাদের ছাত্রদের সাথে খারাপ আচরন করে আসছে। তিনি প্রভাবশালী হওয়ায় ভয়ে প্রতিবাদ করতে পারিনি। কিন্তু এবার তিনি আমাদের ছাত্রকে মারধর করেছে। আমরা এর বিচার চাই।

ভুক্তভোগী মাদ্রাসাছাত্রের বাবা মো. সেলিম বলেন, আলেম বানানোর জন্য ছেলেকে হেফজ মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। কিন্তু মাদ্রাসায় পড়তে এসে আমার ছেলেকে মার খেতে হলো। আমি এর বিচার চাই।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ বলেন, থানায় এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/টিএইচকে/২৮মে,২০২২

Contact Us