তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫০তম সুবর্ণ জয়ন্তী পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০তম সুবর্ণ জয়ন্তী বেলুন ও কবুতর উড়িয়ে পালিত।

Islami Bank

মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০তম সুবর্ণ জয়ন্তী পালনে বড়পুকরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০তম সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষ্যে বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (বয়লার) মোঃ কামরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ হাসান জামান, বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা মার্কেটিং মোঃ আলমগীর মাহফুজুর।

one pherma

এ সময় বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের সকল প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০তম সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী শেষে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি পালন করা হয়।

ইবাংলা /জেএন /৩১ মে,২০২২

Contact Us