১ দিনে আরও ২০ ডেঙ্গুর রোগী হাসপাতালে

ডেস্ক রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসাপাতালে ১৯ জন এবং ঢাকার বাইরে একজন ভর্তি হয়েছেন।

Islami Bank

বৃহস্পতিবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২ জন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

one pherma

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৮১ জন। সুস্থ হয়েছেন ৩২৮ জন রোগী। এ বছরে এখনও কেউ মারা যায়নি। ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। সুস্থ হয়ে ছিলেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

ইবাংলা /জেএন /০২ জুন ,২০২২

Contact Us