ভেকুবাহী লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ, নিহত ৫

কেরাণীগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া হাইওয়ে কেরানীগঞ্জে মাটিকাটার ভেকু (এক্সক্লেভেটর) বাহী একটি লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘড়িয়ার সিএনজি স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লরি গাড়িটি তেঘড়িয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেওয়ার সময় দ্রুতগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়।

এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘাতক লরিটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

one pherma

নিহতরা হলেন চাঁদপুরের ২০ বছর বয়সী আব্দুস সামাদ, ২৩ বছর বয়সী জুনাইদ, বাগেরহাটের ১৮ বছর বয়সী তমাল, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ২৫ বছর বয়সী নাঈম। নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ইবাংলা/টিএইচকে/৩জুন,২০২২

Contact Us