দল-মত নির্বিশেষে আহতদের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।

Islami Bank

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বিস্ফোরণে মারাত্মকভাবে আহতদের পরিদর্শন শেষে এ আহবান জানান। পরিদর্শনকালে ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. আবুল কালাম ভূমিমন্ত্রীকে আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস উপস্থিত ছিলেন। সীতাকুন্ডের মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেন, অনেকেই প্রিয়জন হারিয়েছেন। অনেকের নিকটজন চিকিৎসাধীন। এই মুহূর্তে আমাদের প্রথম লক্ষ্য সুচিকিৎসা নিশ্চিত করা যেন আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠেন। এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বিস্ফোরণ পরবর্তী আগুন নিয়ন্ত্রণে এবং আহতদের উদ্ধারে ফায়ার ফাইটার, সেনা সদস্য সহ উপস্থিত অনেকেই জীবন বাজী রেখে কাজ করে গিয়েছেন। আহতদের চিকিৎসায় ডাক্তার ও স্বাস্থকর্মীগণ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

one pherma

তিনি বলেন, স্বেচ্ছাসেবকগণ জীবন রক্ষায় রক্ত সংগ্রহ সহ নানা ধরণের সহায়তামূলক কাজ করে যাচ্ছেন। এই সংকটকালীন সময়ে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও কথা বলা সমীচীন হবেনা। আপাতত, আমাদের মূল লক্ষ্য হল, আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা।

ইবাংলা/ জেএন /৬জুন,২০২২

Contact Us