বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আরেক শিশু গুরুত্বর আহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহত শিশুর বড় রবিউল ইসলাম রবি (৯) গুরুত্বর আহত হয়েছে।

Islami Bank

নিহত শিশুর নাম মো.তৌহিদুল ইসলাম (৭) সে উপজেলার কবিরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নিজ বাড়ির ঘরের টিনের চালের ওপর দুষ্টামির ছলে উঠে পড়ে তৌহিদুল।

ওই সময় ঘরের টিনের চালের উপর পল্লী বিদ্যুতের খোলা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশুর বড় ভাইও গুরুত্বর আহত হয়।

one pherma

পরে পরিবারের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় রবিউলকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে। এ ঘটনায় তাঁর বড় ভাইও গুরুত্বর আহত হয়েছে।

ইবাংলা/ জেএন /০৯ জুন,২০২২

Contact Us