রেলওয়ের ৫ শ্রমিকের বহিষ্কারদেশ প্রত্যাহারে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

রেলওয়ের মেট, কিম্যান, ওয়েম্যানদের উপর অন্যায় অবিচার ও ৫ জনকে বহিষ্কারদেশ প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা ফুঁসে উঠেছে। শুক্রবার (১০ জুন) বেলা সাড়ে ১০টা থেকে ১২ টা পর্যন্ত শ্রমিকরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। পরে উদ্ধর্তন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

Islami Bank

বৃহস্পিতার বিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইন মেরামতের সময় শ্রমিকদের সিগন্যাল অমান্য করে মালবাহী ট্রেন না থামানোয় সহকারী চালক (লোকো মাস্টার) জুনায়েদুর রহমানকে মারধর করা হয়। এ ঘটনায় রেলওয়ের পাঁচ কর্মীকে (ওয়েম্যান) সাময়িক বরখাস্ত করা হয়।

এর প্রতিবাদে আজ শুক্রবার চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদুরে শতাধিক শ্রমিক রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। পরে পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

one pherma

চুয়াডাঙ্গা রেলওয়ের ওয়েমেন শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমাদের ৫ শ্রমিকের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবো।

প্রসংগত বৃহস্পতিবার (৯ জুন) বিকালে আলমডাঙ্গা লাল ব্রিজের কাছে রেল লাইনের কাজ করছিল। এ সময় দর্শনা স্টেশন থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জ যাচ্ছিলো। শ্রমিকরা লাইনে লাল পতাকা দিয়ে রাখলেও চালক তা না মেনে অতিক্রম করে। এতে শ্রমিকে বিক্ষুব্ধ হয়ে ট্রেনের চালককে মারধর করে।

ইবাংলা/টিএইচকে/১০জুন,২০২২

Contact Us