নর্দ্দায় তুরাগ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন

ডেস্ক প্রকিবেদক

রাজধানীর নর্দ্দায় তুরাগ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আগুন লাগার পরমুহুর্তেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Islami Bank

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইসয়ামিন বলেন, শুক্রবার (১০ জুন) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বাসটি নতুন বাজার পার হয়ে টঙ্গীর দিকে যাওয়ার সময় নর্দ্দা এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

one pherma

প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলন্ত বাসটিতে আগুন ধরে গেলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরে যায়।

ইবাংলা/টিএইচকে/১০জুন,২০২২

Contact Us