বেগমগঞ্জে হত্যাও বিস্ফোরক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে হত্যা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

Islami Bank

গ্রেপ্তারকৃত মোরশেদ ওরফে লম্বা মোরশেদ (২৯) সে উপজেলার পৌর করিমপুর এলাকাকার আলী আকবরের ছেলে।

শনিবার (১১জুন) গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমানউল্যাহপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

one pherma

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন। তিনি আরো জানান, হত্যা ও বিস্ফোরক মামলার এ আসামি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন যাবত অজ্ঞাত স্থানে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার রাতে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা/ জেএন /১১ জুন,২০২২

Contact Us