ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ বর্ষের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ছাত্র জাহিদ ফয়সাল ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মৃত্যুবরণ করেছেন।

Islami Bank

শনিবার (১১ জুন) সকালে জামালপুর সদরের নরন্দিতে ব্রহ্মপুত্র নদে তার মৃতদেহ ভেসে উঠে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় জানায়, গত ৯ জুন বিকেলে জামালপুর সদরের নরন্দিতে ব্রহ্মপুত্র নদে ৪ বন্ধু মিলে নৌকা ভ্রমণে বের হন জাহিদ ফয়সাল। একপর্যায়ে নৌকা ডুবে গেলে জাহিদ নিখোঁজ হন তবে বাকি তিন বন্ধু বেঁচে যান। জাহিদকে অনেক খোঁজা-খুঁজির পর ১১ জুন সকালে ব্রহ্মপুত্র নদে তার মৃতদেহ ভেসে উঠে।

one pherma

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, জাহিদ ২০২০ সালে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি জামালপুর সদরের বানাগাছা ইউনিয়নের টানিল গ্রামে আমজাদ হোসেনের বড় ছেলে।

ইবাংলা/ জেএন /১১ জুন,২০২২

Contact Us