রাজধানীতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহআলী থানা এলাকা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা মালবাহী ট্রাকের ধান, চাল, গরু, মাছের খাবার ইত্যাদি ডাকাতি করতো।

Islami Bank

রোববার (১২ জুন) রাজধানীর বেইলি রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হারুন অর রশির এসব তথ্য দেন।

গ্রেফতার ৪ জন হলো, মকবুল হোসেন প্রকাশ ওরফে মঙ্গল হোসেন বাবু , মো. আসলামুল হক আসলাম, মো. রফিকুল ইসলাম ও মো. হাসান হাওলাদার। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩টি ডাকাতি করা প্রাইভেটকার, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি হাইয়েস মাইক্রোবাস, ১টি লোহার তৈরি ছোরা, ২টি লোহার তৈরি চাকু, ২টি লাঠি ও ২টি গামছা উদ্ধার করা হয়।

হারুন অর রশিদ বলেন, গ্রেফতাররা ঢাকার বিভিন্ন এলাকায় লেজার লাইট ব্যবহার করে ট্রাক থামিয়ে ডাকাতি করতো। লেজার লাইট ব্যবহার করায় ট্রাক চালকরা পুলিশের লোক মনে করে গাড়ি থামাতো। হুমকি ধামকি দিয়ে ট্রাক ও মালামাল দুটোই নিয়ে যেতো। এছাড়া হাইজ্যাক করা ট্রাক দিয়েই আবার তারা ডাকাতি করতো।

one pherma

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা শাহআলী থানাধীন বেড়িবাঁধ এলাকায় চালবাহী ট্রাক ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল।

তিনি আরো বলেন, ডাকাতদের দলনেতা বর্তমান সময়ের মোস্ট ওয়ান্টেড ডাকাত আসলামুল হক আসলাম। তাকে অন্যান্য ডাকাতরা মাস্টার নামে ডাকে। আসলামের নেতৃত্বে গ্রেফতারকৃতরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আশুলিয়া, নরসিংদী, নারায়নগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, যশোর এলাকায় ডাকাতি করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।

ইবাংলা/টিএইচকে/১২জুন,২০২২

Contact Us