থানচিতে ডায়রিয়ার প্রকোপ, ৩ দিনে শিশুসহ ৪ জনের মৃত‍্যু

নুরুল কবির-বান্দরবান থেকে

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটিপাড়ায় ডায়রিয়া ব‍্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত তিনদিনে শিশুসহচারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ‍্যে একজন পাড়াকার্বারিও রয়েছেন।

Islami Bank

স্বাস্থ্য বিভাগ শিশুসহ দুজনের মৃত‍্যুর কথা স্বীকার করেছে। স্বাস্থ্যবিভাগ জানিয়েছে- আক্রান্ত এলাকায় দুটি চিকিৎসক দল ও পর্যাপ্ত ওষুধ পাঠানো হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, গত কয়দিনের গরম এবং শুষ্ক মৌসুমে খাল,ঝিরি ও ছড়ার দুষিত পানি পান করায় ডায়রিয়ায় লোকজন আক্রান্ত
হয়েছেন।

রেমাক্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান মুইশৈথুই মারমা রনি বলেন, গত বৃহস্পতিবার থেকে তাঁর ইউনিয়নের ৬নং ওয়াডের কয়েকটি পাড়ায় ডায়রিয়া দেখা দেয়। শিশুসহ অন্তত ১৫/২০ আক্রান্ত হয়। এরমধ‍্যে একজন পাড়া কার্বারি, এক শিশুসহ চারজনের মৃত‍্যু হয়েছে।

ইউপি চেয়ারম্যান মুইশৈথুই আরও বলেন, গত তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত‍্যুবরণকারীরা হলেন- মেনতান পাড়া কার্বারি মেনতান ম্রো, নারেচা পাড়ার ম তৈ ম্রো এর ছেলে লংঞী ম্রো, মিং চিং পাড়ার মেনরো ম্রো এর ১২ বছরের ছেলে প্রেন ময় ম্রো এবং য়ং নং পাড়ার ক্রায়ন
ম্রো।

one pherma

ইউপি চেয়ারম‍্যান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাল, ঝিরি ও ঝর্নার দুষিত পানি পান করায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছেন। আরও আক্রান্ত হওয়ার আশঙ্কা করে এ জনপ্রতিনিধি বলেন, ডায়রিয়া থেকে রক্ষা পেতে যথাযথ চিকিৎসা ও ওষুধ দুর্গম এলাকায় পাঠানো দরকার।

থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান থানচির দুর্গম রেমাক্রীর কয়েকটি পাড়ায় ডায়রিয়ার প্রকোপের কথা স্বীকার করেন। তিনি বলেন, তবে স্ব‍াস্থ্য বিভাগের কাছে দুজনের মৃত‍্যুর তথ‍্য রয়েছে।

ইবাংলা/জেএন/১২জুন,২০২২

Contact Us