রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন। আগামীকাল অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাত পোহালেই কাল বুধবার (১৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের দিন নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রসহ প্রতিটি এলাকায় কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দিতে প্রায় ৫ হাজার র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মাঠে নামছে। এদিকে সোমবার মধ্যরাত থেকে প্রচারণা শেষ হয়ে যাওয়ায় নগরীর বাসিন্দা, ভোটার কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কোন ব্যক্তি ছাড়া প্রার্থীদের পক্ষে বাইরে থেকে আসা কোন অতিথি কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় অবস্থান করলে বিধি মোতাবেক প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার জানান, সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর তিন হাজার ৬০৮ সদস্য নিয়োজিত থাকবেন। ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, ৩০টি র্যাবের টিম, অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে থাকছেন।
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি কিভাবে নির্বাচনকে সুষ্ঠু করা যায়। সে মোতাবেক এগিয়ে যাচ্ছি। সিটি নির্বাচনে সম্পৃক্ত সবকিছুই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইবাংলা / জেএন / ১৪ জুন,২০২২