অনলাইন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। নাটক,সিনেমা, গান যেকোনো কিছু চাইলেই আপনি দেখতে পারবেন ইউটিউবে। তাইতো এ মাধ্যমটি এখন সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দিনে কয়েক কোটির ও বেশি গ্রাহক হয় এ প্ল্যাটফর্মে। তবে আপনি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখতে পারবেন তা নয়।
আপনি চাইলে আপনার পছন্দমতো ভিডিও আপলোড করতে পারবেন এখানে। তবে এ জন্য সর্বপ্রথম আপনার থাকতে হবে একটি ইউটিউব চ্যানেল; যা থেকে ইনকামেরও একটি সুযোগ রয়েছে এবং অনেকে ইনকাম করছেন ইউটিউব থেকে।
তবে ভিডিও তৈরি করে আপলোড দিলেই হবে না। ইউটিউবের নীতিমালা রয়েছে। সেগুলো মেনেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। নির্দিষ্ট পরিমাণ ভিউয়ার হলে টাকা তুলতে পারবেন ইউটিউব থেকে। না-হলে নিয়ম না মানার কারণে বাতিল হয়ে যেতে পারে আপনার প্রিয় চ্যানেলটি।
তাই নিয়মবহির্ভূত কোনো ভিডিও আপলোড করবেন না। চলুন জেনে নেওয়া যাক, কোন ধরনের ভিডিও কখনোই আপলোড করবেন না ।
- আমাদের সবার নিজস্ব মতামত দেওয়ার অধিকার রয়েছে। তবে অন্যকে অসম্মান করা হয় এমন কোন
- ভিডিও আপলোড করা যাবে না। তাহলে খেতে পারেন মানহানির মামলা
- যেসব ভিডিও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সমাজে অশান্তি সৃষ্টি করে তা আপলোড করা যাবে না।
- কোনো ধরনের মিথ্যা তথ্য যেমন-কারোও মৃত্যু সংবাদ, নিখোঁজ হওয়া ইত্যাদি। এতে আপনি আইনি ঝামেলায়ও পরতে পারেন।
- ভুলেও অন্য কারোও ভিডিও আপলোড করবেন না। এতে কপিরাইট আইনে হারাতে পারেন নিজ চ্যানেল।
- কোনো ধরনের নির্যাতনের ভিডিও, প্রাণী হত্যা, মানুষের মরদেহ এসব দেখানো যাবে না।
- ধর্মীয় বিষয়ে কটূক্তি , অবমাননা কিংবা বিদ্বেষ ছড়ায় এমন ভিডিও আপলোড করবেন না। ইবাংলা / জেএন / ১৪ জুন,২০২২