ওয়ানডে সিরিজে হারানোর অপেক্ষায় পুরান

আন্তর্জাতিক ডেস্ক

নিকোলাস পুরানের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের। পুরানের নেতৃত্বের শুরুটা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় দিয়ে হলেও পাকিস্তানের সঙ্গে হেরেছে ৩-০ ব্যবধানে। স্বল্প সময়ের মধ্যেই বলা যায় মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে ফেলেছেন ক্যারিবীয় অধিনায়ক।

পাকিস্তানে হোয়াইটওয়াশের তিক্ত স্মৃতি নিয়ে দেশে ফিরে এবার তৈরি হতে হবে বাংলাদেশের বিপক্ষে নামার। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে বাকি আছে বেশ কিছু দিন।

তার আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের আশার কথা জানিয়ে দিয়েছেন নিকোলাস পুরান। ক্যারিবীয় অধিনায়ক মনে করছেন, পাকিস্তানে সিরিজ হার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে হারিয়ে দিবে তারা।

‘আশা করি পাকিস্তানের বিপক্ষে সিরিজে অনেক শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে। উইকেট নিতে হবে, রান করতে হবে, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। টেস্ট দলকে আমি শুভকামনা জানাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষায় আছি আমি।’

পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচে লড়াইও করতে পারেনি উইন্ডিজ। তবে দল হিসেবে খুব একটা খারাপও খেলেননি বলে জানিয়েছেন পুরান। তাই অতীত ভুলে ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন পুরান।

‘শেষ দুটি ম্যাচ আমাদের জন্য কিছুটা হতাশার। তবে আমরা দল হিসেবে মন্দ করিনি। আমরা পাকিস্তানের মাটিতে এই সিরিজ থেকে অনেক কিছুই শিখেছি। আর কদিন পরেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবে। আমরা এই সিরিজটির দিকে চেয়ে আছি।’

বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২০২১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল ক্যারিবীয়রা। ঢাকা ও চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী উইন্ডিজ। এই সিরিজসহ গত আট ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি তারা।

ইবাংলা / জেএন / ১৪ জুন,২০২২

Contact Us