কুমিল্লা সিটি নির্বাচনের পরিবেশ তৈরিতে ব্যর্থতার পরিচয়

ডেস্ক রিপোর্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার সিটি করপোরেশনের নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটাই প্রমাণ করে যে নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

Islami Bank

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে মহিলা দলের এক মত-বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আবারও দাবি করেন, ১৯৯৪-৯৫ সালে বিএনপি প্রথম পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প কাজের প্রক্রিয়া শুরু করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে নদীতে খালেদা জিয়াকে হত্যা করতে চায় আওয়ামী লীগ, সেখানে যাওয়ার প্রশ্নেই আসেনা।

one pherma

এ সময় জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

ইবাংলা / জেএন / ১৪ জুন,২০২২

Contact Us