মানুষের আগ্রহ বেড়েছে ভোটের প্রতি: পর্যবেক্ষক টিম

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা সিটি নির্বাচন পর্যবেক্ষণে থাকা ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবেদ আলী বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে, ভোটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে।

Islami Bank

নগরীর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সিটি কর্পোরেশনের চল্লিশটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানান।

আবেদ আলী জানান, ‘আমরা সকাল ৯ টা থেকে পর্যবেক্ষণ শুরু করেছি। আমাদের ৫টি সংগঠন ৪০ ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। আমরা ধারণা করছি দুপুর পর্যন্ত ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এভাবে চললে এবং আবহাওয়া ভালো থাকলে ভোট কাস্ট এর পরিমাণ আরো বাড়বে।

one pherma

সবচেয়ে বড় বিষয় হলো প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উপস্থিতি ছিল আনন্দময়। অনেকেই ২ থেকে ৩ ঘন্টা অপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বোঝা যাচ্ছে ভোটের প্রতি ভোটারদের আগ্রহ বেড়েছে। এটি অত্যন্ত ইতিবাচক বিষয়।

তিনি বলেন, ‘আমাদের চোখে কোনো বিশৃঙ্খলা বা গন্ডগোল ধরা পড়েনি। ভোটারদের কেন্দ্রে আসতে বাধাদানের অভিযোগ আমরা পাইনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইলেকশন মনিটরিং ফোরামের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. আবুল কালাম, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচালক মিজানুর রহমান মজুমদারসহ অন্যান্য পর্যবেক্ষকরা।

ইবাংলা / জেএন / ১৫ জুন,২০২২

Contact Us