বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই আহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় ভাই মারা গেছে। এ ঘটনায় নিহতের ফুপাতো ভাই কামরুল হোসেন (৩) গুরুত্বর আহত হয়েছে।

Islami Bank

নিহত মো.ইয়াছিন (৭) উপজেলার কবিরহাট ধানসিঁড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নলুুয়া গ্রামের আবু তাহের মিয়ার বাড়ির ইরাক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুুয়া গ্রামের আবু তাহের মিয়ার বাড়ির নিজ বসত ঘরের সামনে পল্লী বিদ্যুতের খুুঁটির সাথে ঝুলানো থাকা তারের হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় ইয়াসিন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশুর ফুপাতো ভাইও গুরুত্বর আহত হয়।

one pherma

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) নাসরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা / জেএন / ১৫ জুন,২০২২

Contact Us