নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে খেল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Islami Bank

নিহতরা হলো উপজেলার সাহা গ্রামের আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) ও একই বাড়ির সাইফুল ইসলামের ছেলে সামিউল বাসির (৭)। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই ছিল এবং তারা দুইজন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকেওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড চানপুর সাহা গ্রামের লাল মিয়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

one pherma

বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকালের দিকে দুই শিশু খেলতে বের হয়। সন্ধ্যার দিকে তাদের বাড়ির কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন।একপর্যায়ে ঘরের পার্শ্ববর্তী পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

ওসি আরে জানায়,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

ইবাংলা / জেএন / ১৬ জুন,২০২২

Contact Us