রাষ্ট্রপতি পদে যাদের নাম প্রস্তাব করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দুইজনের নাম প্রস্তাব করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

Islami Bank

বুধবার (১৫ জুন) বিজেপিবিরোধী ১৭টি দলের বৈঠকে মমতা এ প্রস্তাব করেন।

আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গাঁধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেছেন মমতা ব্যানার্জী। এর মধ্যে কোনো এক নকে ‘সর্বসম্মতিক্রমে’ রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে বলে বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত হয়।

one pherma

মমতা ব্যানার্জী বলেন, বৈঠকে অনেক দল যোগ দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে একজনকে প্রার্থী করা হবে। সবাই তাকে সমর্থন জানাবে। বাকিদের সঙ্গেও কথা বলব। আবারও আলোচনায় বসব।

জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গোপালকৃষ্ণকে অনুরোধ করেছেন বিরোধীরা। প্রাথমিকভাবে তিনি ‘ইতিবাচক’ সাড়া দিয়েছেন বলে জানা গেছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

ইবাংলা /জেএন /১৬ জুন,২০২২

Contact Us