প্রথম দেখায় একজন মানুষ সম্পর্কে ধারণা করা যায় অনেক কিছু

ডেস্ক রিপোর্ট

একজন মানুষের সাথে যতোবারই দেখা হোক না কেন, প্রথম দেখাটা বিশেষ। কেননা প্রথম দেখায় একজন মানুষ সম্পর্কে ধারণা করা যায় অনেক কিছু। ফুটে উঠে মানুষটির ব্যক্তিত্ব।

Islami Bank

কখনো ভেবে দেখেছেন কি, কোনো ছেলেকে যখন মেয়েরা প্রথম দেখে তখন তারা কী ভাবে? প্রথম দেখায় কোনো ছেলেকে ভালো লাগলে মেয়েরা অনেক কিছুই ভাবে।

চলুন দেখে নেয়া যাক কোনো ছেলেকে প্রথম দেখলে মেয়েরা কী কী ভাবে-

সুন্দর মানুষের প্রতি সবার আকর্ষণ থাকে। মেয়েরাও তার ব্যতিক্রম নয়। সুদর্শন পুরুষদের প্রতি মেয়েরা আকর্ষিত হয়। তাই ছেলেদের শরীরী ভাষার প্রতি মেয়েদের বিশেষ মনোযোগ থাকে। এজন্য মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে ছেলেদের শরীরী ভাষার দিকেও মনোযোগ দিতে হবে।

 দেখতে সুন্দর হলেও তার মধ্যে পুরুষালি ভাব আছে কি না! প্রথম দেখায় অনেক মেয়েই এই বিষয়টি লক্ষ্য করেন।

one pherma

* অনেক ছেলেই আশেপাশের চিন্তা না করে শুধু নিজের চিন্তা করেন। তাই ছেলেটি স্বার্থপর কিনা, এটি জানার জন্য মেয়েরা পরীক্ষা ও করে থাকেন।

* ছেলেটি কৃপণ কি না? এই বিষয়টি নিয়ে কম বেশি সবাই চিন্তিত থাকেন। প্রথম দেখায় মেয়েরা ভালো করে খেয়াল করেন টাকাপয়সার বিষয়ে ছেলেটির আচরণ কেমন।

* মেয়েরা সব সময় বুদ্ধিমান ছেলেদের বেছে নেন। প্রথম দেখায় তার বুদ্ধি কেমন, সেটা পরীক্ষা করেন। কিংবা ছেলেটির আচার-আচরণ দেখেও অনুমান করে নেন। তবে কেউ কেউ ব্যতিক্রম রয়েছেন।

ইবাংলা /জেএন /১৬ জুন,২০২২

Contact Us