উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৩৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।শনিবার (১৮ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
জানা গেছে, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা জানান,এখন পর্যন্ত জেলায় ৩৮০ হেক্টর জমির আউশ ধান,পাট,মরিচ এবং সবজি খেত পানিতে তলিয়ে গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আসন্ন বন্যা মোকাবেলায় চাল, ডাল, শুকনা খাবার ও নগদ অর্থসহ প্রস্তুত রয়েছেন তারা।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, আসন্ন বন্যা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি ৮০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলো বন্যা পানি প্রবেশ করলে উঁচু জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করে কার্যক্রম চলবে।
ইবাংলা / জেএন / ১৮ জুন,২০২২