ইবিতে খালেদা জিয়া হল প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খালেদা জিয়া হলের নতুন হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। সোমবার (১২ জুন) দুপুর ১২টায় খালেদা জিয়া হল প্রভোস্ট কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Islami Bank

অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন , পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বঙ্গবন্ধু হল প্রভোস্ট অধ্যাপক ড.মাহবুবুল আরেফিন।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, প্রথমেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ পদে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। ব্যাক্তিগতভাবে আমি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষিকা। আমি সব সময় শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও সমস্যা সমাধানে কাজ করে যাবো। আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

one pherma

আনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ ও বিভিন্নি হল প্রভোস্টবৃন্দ।এ সময় নতুন প্রভোস্টকে ফুল ও বিদায়ী প্রভোস্টকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ৩০ মে সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের দায়িত্ব শেষ হয়।

ইবাংলা / জেএন / ২০ জুন,২০২২

Contact Us