অবশেষে জবির ছাত্রী হলে দেওয়া হলো গ্যাস সংযোগ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অবশেষে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। ২০ জুন হল প্রভোস্ট অধ্যাপক ড.শামীমা বেগম নিজে গ্যাস সংযোগ দিয়ে শুভ উদ্বোধন করেন।

যতগুলো ফ্লোরে গ্যাসের চুলা ছিল সব গুলাতেই লাইন দেওয়া হয়েছে। ধীরে ধীরে বাকি ফ্লোরেও দিয়ে দেওয়া হবে, এখন থেকে শিক্ষার্থীরা নিজে রান্না করে খেতে পারবেন যদিও হলে ২টা ক্যান্টিন আছে কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ এবং বিভিন্ন সময় সরেজমিনে ঘুরে দেখা গিয়েছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হত শিক্ষার্থীদের খাবার তাছাড়া দাম ও ছিল আকাশ ছোয়া। হলে গ্যাস সংযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা

১৫তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী আসফিয়া জানান, খাবারের গুণগত মান বিবেচনায় ও গ্যাস সংযোগ না থাকায় ভেবেছিলাম হল ছেড়ে চলে যেতে হবে,কিন্তু গ্যাস সংযোগ পাওয়ার পর কিছুটা স্বস্তি মিলেছে।

যারিন তাসনিম প্রমি বলেন, হলের গ্যাস সংযোগ রীতিমতো শিক্ষার্থীদের মাঝে বাঁধভাঙ্গা উল্লাস ছড়িয়ে দিয়েছে, কিন্তু এর যথাযথ ব্যবহার কতদিন চলবে তা নিয়ে সচেতন শিক্ষার্থীর মনে সংশয়।

হল প্রভোস্ট অধ্যাপক ড.শামীমা বেগম জানান,অনেক আগে থেকেই আমাদের হলে গ্যাস সংযোগ দিতে চাচ্ছিলাম কিন্তু বিভিন্ন জটিলতা ও সময়সাপেক্ষের কারনে দেরি হয়ে গেছে। গ্যাস সংযোগ দেওয়ার পর সবাইকে তা সৎভাবে ব্যবহার করার জন্য বলা হলো।

ইবাংলা / জেএন / ২০ জুন,২০২২

Contact Us