নড়াইলে রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে মাদকদ্রব্য রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সম্মলিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা হয়েছে। “জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন ”এই শ্লোগানে নড়াইল জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মঙ্গলবার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, বিজ্ঞ পিপি এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু,নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর’র উপ-পরিচালক হুমায়ুন কবির,সহকারী পরিচালক মোহাম্মাদ নজরুল ইসলাম,পরিদর্শক মোঃ আব্দুস সালাম,উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগন।

কর্মশালায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ অত্যন্ত গুরুতপুর্ণ ।

এক্ষেত্রে মসজিদের ইমাম,জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুন পরজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।

ইবাংলা / জেএন / ২১ জুন,২০২২

Contact Us