ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীকে (৭৫) গত সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতেই অবস্থান করছেন।
পার্টির মুখপাত্র জয়রাম রমেশ গতকাল টুইট করেছেন যে, “কংগ্রেস সভাপতি শ্রীমতি সোনিয়া গান্ধীকে সন্ধ্যায় স্যার গঙ্গা রাম হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।”
গত রবিবার কোভিড-১৯ সংক্রমণের পর মিসেস গান্ধীকে নাক দিয়ে রক্তক্ষরণ এবং অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসার সময় চিকিৎসকরা তার শ্বাসযন্ত্রে ছত্রাকের সংক্রমণ সনাক্ত করেন, যার জন্য তাকে বিশেষ চিকিৎসা প্রদান করতে হয়েছে।
তিনি কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হন এবং হাসপাতালে ভর্তির ১০ দিন আগে হালকা জ্বরে আক্রান্ত হয়েছিলেন।
ইবাংলা / জেএন / ২১ জুন,২০২২