বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বৃহস্পতিবার জবিসাকের কনসার্ট

জবি প্রতিনিধি

১২২ বছরের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গোটা সিলেট! বানভাসি মানুষের হৃদয়বিদারক আহাজারি! খাবার, বিশুদ্ধ পানি, ওষুধের অকল্পনীয় অভাব! কঠিন এই ক্রান্তিলগ্নে আসুন আমরা সিলেটের পাশে দাঁড়াই।

Islami Bank

নিজ সামর্থ্য অনুযায়ী সিলেটের বন্যাবিধ্বস্ত অসহায় মানুষের দিকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এভাবেই অনলাইন কিংবা অফলাইন নানাভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো।

আগামী ২৩জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে কনসার্টের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র।সিলেটের বিভাগীয় জেলাগুলোতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কনসার্ট ফর সিলেট’ করার উদ্যোগ নেয় সাংস্কৃতিক কেন্দ্র।

one pherma

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আসফিকুর রহমান বলেন, সিলেট সুনামগঞ্জের জেলাগুলোতে রেকর্ড বন্যার কারনে সবাই বিপর্যস্ত। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মানবিক সহযোগিতার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই কনসার্টের আয়োজন করেছি। এর মাধ্যমে যে অর্থ আসবে তা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, সিলেট ও সুনামগঞ্জের বর্ষণ-পাহাড়ি ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভাগের প্রধান নদী সুরমা, কুশিয়ারা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৬টি মোট ১২টি উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। যার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইবাংলা / জেএন / ২২ জুন,২০২২

Contact Us