পদ্মা সেতুর উদ্বোধনী এদিন ১৮ সেতুতে টোল দিতে হবে না

ডেস্ক রিপোর্ট

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু। এদিন ১৮টি সেতুতে টোল দিতে হবে না বলে ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Islami Bank

এতে বলা হয়, শুধু ২৫ জুন খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু। বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরী ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশে বর্ণিত ফেরি ও সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

one pherma

এর আগে, গত ২০ জুন একই উপলক্ষে বুড়িগঙ্গা সেতু, আড়িয়াল খাঁ সেতু, ও ধলেশ্বরী সেতুতে টোল মওকুফের ঘোষণা দেয় সরকার।

ইবাংলা / জেএন / ২৩ জুন,২০২২

Contact Us