বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সমিতির বন্যাদুর্গতদের ত্রাণসামগ্রী বিতরণ

মশিউর আনন্দ

বিজিবির ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’ এর শাখা সীপকস, সরাইল এর অধীনস্থ সকল উপশাখা সীপকস এর পক্ষ থেকে বন্যাদুর্গত অসহায় দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৪ জুন) সকালে বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Islami Bank

এ সময় সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বন্যাদুর্গত ৪০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তৈল, চিনি এবং নগদ ১,০০০/- (এক হাজার) টাকা করে বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিজিবি সদস্যদের পরিবারবর্গের সংগঠন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূখী কর্মকান্ড পরিচালনার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগ মোকাবিলায় এবং আপামর জনগণের সাহায্য ও সহযোগিতায় অগ্রণী ভীমিকা পালন করে থাকে।

one pherma

এরই ধারাবাহিকতায় সংগঠনটি সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাদুর্গত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে।

ইবাংলা/টিএইচকে/২৪ জুন,২০২২

Contact Us