ট্রলি চাপায় মাদরাসা ছাত্র নিহত

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় বালু বোঝাই ট্রলি চাপায় অসিফ মিনা (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শনিবার (২৫জুন) সকালে উপজেলার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে । আসিফ খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে।

Islami Bank

জানা যায়, কালিয়া উপজেলার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র আসিফ শনিবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মোল্যা বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি তাকে চাপা দিলে মারাত্মক আহত হয়।

one pherma

মুমুর্ষূ অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে মারা যায়। এ নিয়ে গত দেড় মাসে নিষিদ্ধ ঘোষিত ট্রলিগাড়ির চাপায় ৩ জন নিহত হলো। কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, ট্রলি গাড়িটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা / জেএন / ২৫ জুন,২০২২

Contact Us