র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল ২৫ জুন ২০২২ খ্রি. দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া’র কাহালু উপজেলা বগুড়া-নওগাঁ মহাসড়কে দরগাহাট নামক স্থানে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে অভিযান চালিয়ে কুমিল্লা হতে নওগাঁগামী ট্রাকে বহন করা ৪৬ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে।
র্যাব-১২, বগুড়া ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কুমিল্লা হতে নওগাঁগামী ট্রাকে করে তিনজন মাদক ব্যবসায়ী গাঁজা তাদের নিজ হেফাজতে বহন করছে।
এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ জুন ২০২২ ইং তারিখ ১২.০০ ঘটিকায় বগুড়া জেলার কাহালু থানাধীন বগুড়া-নওগাঁ মহাসড়কে বাংলাদেশ বেতার কাহালু এর মেইনগেটের উত্তর পাশে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১।মোঃ রাসেল ইসলাম (২৮), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-চকগোরা।
২। মোঃ রায়হান মন্ডল (২৬), ৩। মোঃ রাব্বি মন্ডল (২০), উভয় পিতা-মোঃ মন্টু মন্ডল, সাং-দক্ষিণ হোসেনপুর, সর্ব থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁদের’কে মোট ৪৬ কেজি গাঁজা, একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬১৪) এবং মোবাইলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ইবাংলা / জেএন / ২৬ জুন,২০২২