সিঁদ কেটে ঘরে ঢুকে যুবককে কোপালেন দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক যুবককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা।

Islami Bank

আহত যুবকের নাম মো.কবির হোসেন (৩৮) সে উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মালিয়ারটেক এলাকার খোনার বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়ার টেক এলাকার খোনার বাড়ির কবিরের ঘরে তিনজন মুখোশধারী চোর সিঁদ কেটে প্রবেশ করে। কবিরের হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখে তিনজন ব্যক্তি তার ঘরে।

one pherma

এ সময় সে তাদের পরিচয় জানতে চাইলে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার শৌরচিৎকারে শুনে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ কর নি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

ইবাংলা / জেএন / ২৬ জুন,২০২২

Contact Us