ভূমিকম্প কবলিত আফগানিস্তানকে ৫ কোটি ইউয়ানের জরুরি ত্রাণসহায়তা দেবে চীন। চীনের ত্রাণের প্রথম চালান ২৭শে জুন বিমানযোগে কাবুল পৌঁছাবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন ২৫ জুন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের ভূমিকম্প ছিল বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এতে ১৫০০ জনেরও বেশি আফগান নিহত হয়েছেন এবং ২০০০ জনেরও বেশি লোক হয়েছেন আহত। তাছাড়া, ৩ সহস্রাধিক বাড়িঘর এতে ধ্বংস হয়েছে। মুখপাত্র আরও জানান, চীনা ত্রাণসামগ্রীর মধ্যে থাকছে তাঁবু, তোয়ালে, ভাঁজ-করা-বিছানাসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য।
ইবাংলা / জেএন / ২৬ জুন,২০২২