চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত জবি শিক্ষার্থী

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং বিভাগের আবির নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সাভারগামী চলন্ত বংশী বাসের গেট থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

Islami Bank

প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার (২৬জুন) চলন্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বংশী বাসের পিছনের গেইট থেকে ঐ শিক্ষার্থী পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত পায় এবং চৌদ্দটি সেলাই লাগে। চিকিৎসা শেষে এখন মোটামুটি সুস্থ আছেন তিনি।

আবিরের বন্ধু রসায়ন বিভাগের শিক্ষার্থী নাইম জানাম, ক্যাম্পাস থেকে ফেরার সময় একাউন্টিং ডিপার্টমেন্টের ওয়াকিলুজ্জামান আবির ঢাবি এলাকায় বাসের গেইট থেকে পড়ে যায় এবং মাথায় ও হাতে গুরুতর আঘাত পায়। তাকে ঢামেকে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

one pherma

এদিকে বংশী বাসে নিয়মিত যাতায়াতকারী সাভার ছাত্রকল্যাণ এর সাধারণ সম্পাদক তৌহিদুল আকাশ জানান, আল্লাহর রহমতে আবিরের শারীরিক অবস্থা বর্তমানে মোটামুটি ভালো। সিটি স্ক্যানের রিপোর্ট পজিটিভ এসেছে। সাভার ছাত্রকল্যাণ পরিষদ থেকে তার চিকিৎসার সকল ব্যয়ভার বহন করা হবে।

তিনি আরো বলেন, সবাই ওর জন্য দোয়া করবেন। বংশী পরিবারের সবচেয়ে পরিশ্রমী সদস্য আবির খুব দ্রুতই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে। উক্ত ঘটনার পর বাসে যারা পিছনে দাড়ায়, তাদের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে যেন দরজায় ঝুলে না থাকে।

ইবাংলা / জেএন / ২৭ জুন,২০২২

Contact Us