বাংলাদেশ -নিউজিল্যান্ড ৫ ম্যাচ টি -টোয়েন্টি সিরিজের ৪র্থ ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চত করেছে টাইগাররা। এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হলো বাংলাদেশ দলের। এর মধ্যদিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে প্রথম বারের মত সিরিজ জেতার স্বাদ পেল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় সাজঘরে ফিরে যান লিটন দাস। এরপর ডাউন দ্য উইকেটে এসে ব্যক্তিগত ৮ রানের মাথায় আউট হয়ে যান সাকিব আল হাসান ও। একই ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। এতেই কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ দল। এরপর ১৫তম ওভারে রান আউট হয়ে ব্যক্তিগত ২৯ রান করে ফিরে যান। এরপর আফিফকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দলীয় কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ অপরাজিত থাকেন ৪৩ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ জয় বাংলাদেশের।
এর আগে, নাসুম-মুস্তাফিজের বোলিং তোপে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। ইনিংসের শুরুতেই জোড়া সাফল্য এনে দেন তরুণ স্পিনার নাসুম আহমেদ। দুই উইকেট হারানোর পর টম ল্যাথামের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে নিউজিল্যান্ড।
কিন্তু সেই প্রতিরোধ স্থায়ী হতে দেয়নি স্বাগতিক বোলাররা। নাসুমের আক্রমণাত্মক বোলিংয়ে একে একে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ১২ তম ওভারে আবারও জোড়া আঘাত করে নাসুম। হ্যাট্রিকের সুযোগ তৈরি হলেও তা পূরণ হয়নি, তবে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। এরপর মুস্তাফিজও তুলে নেন ৪ উইকেট। একটি করে উইকেট পান মাহেদী এবং সাইফউদ্দীন।
সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ১০ সেপ্টেম্বর।