মধুপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি( এসএসকে) বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এ কর্মশালার আয়োজন করে।

Islami Bank

কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারি সচিব মাজহারুল ইসলাম। ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সায়েদুর ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

one pherma

কর্মশালায় মধুপুর উপজেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় এসএসকে এর সেবা প্রদানের নানা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় এসএসকে’ র একটি তথ্য প্রমান্য উপস্থাপন করা হয়।

ইবাংলা / জেএন / ২৭ জুন,২০২২

Contact Us