সুবর্ণচরে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত (ওসি) দেব প্রিয় দাশ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় চরজব্বর থানার ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Islami Bank

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি দেব প্রিয় দাশ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

সুবর্ণচর উপজেলার দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সাংবাদিক মো. আলী আক্কাস, মো. আবুল বাসার, মো. আবদুল কাইয়ুম, মো.ইমাম উদ্দিন সুমন, আরিফ সবুজ, মো. ছানা উল্যাহ, মো. হানিফ মাহমুদ, ইব্রাহিম খলিল শিমুল, আবদুল আজিজ প্রমুখ।

one pherma

এ সময় সাংবাদিকরা বলেন,সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। পরে সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে সুবর্ণচরের সামগ্রিক বিষয়ে সঠিক তথ্য আদান-প্রদানে সহযোগিতা করার আশ্বাস দেন।

ইবাংলা / জেএন / ২৮ জুন,২০২২

Contact Us