পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান স্বেচ্ছাসেবী সংগঠন ‘HELP-হেল্প’। এই সংগঠনের উদ্যোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত সদস্যদের নবীন বরণ ও আলোচনা সভা বিকেল ৪টায় গ্যালারী-২ তে অনুষ্ঠিত হয়।
‘মানব সেবাই পরম ধর্ম’ এই স্লোগানকে সামনে রেখে মানব কল্যাণে শীতবস্ত্র বিতরণ,বন্যার্তদের ত্রাণ সহয়তা, রক্ত সংগ্রহ ও রক্তদানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে HELP-হেল্প। আজকে অনুষ্ঠিত নবীন বরন ও আলোচনা সভায়,১ম পর্বে ধর্মীয় গ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে খাবার বিরতি, ফটোসেশন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের ৩য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠান সমাপ্ত হয়।
নবীন বরন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও এই সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিজয় দাশ গুপ্ত, ইংরেজি বিভাগের চেয়ারম্যান রওশন ইয়াজদানী ও স্থাপত্য বিভাগের প্রভাষক সঞ্জীত কুমার নাথ। নবীন বরন অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন,এই সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রিয়াজুল ইসলাম।
এই সংগঠনের প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন,-” নবীন সদস্যদের ‘HELP-হেল্প’ এর পক্ষ থেকে স্বাগতম। যেহেতু আমরা মানব সেবায় ব্রত৷ তাই সবাইকে নিয়ে মানবসেবা মূলক কাজে বেশি বেশি অংশগ্রহণ করতে চাই। মানব সেবাই হোক, আমাদের পরম ধর্ম। “
এই সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম রিয়াজুল ইসলাম বলেন,-“নবীনদের মধ্যে মানবতার জয়গান দেখে আমি উচ্ছ্বসিত।আজকের এই নবীন সদস্যদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের সংগঠন এবং সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে আমাদের ব্যপ্তি।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
HELP-হেল্প এর সভাপতি মো: রায়হান উদ্দীন। তিনি বলেন,- “নবীন সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আরও বৃহৎ পরিসরে মানবতার সেবাই নিয়োজিত থাকবে HELP-হেল্প সংগঠন।”
ইবাংলা / জেএন / ২৯ জুন,২০২২