চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ২৯ জুন হুপেই প্রদেশের উহান শহর পরিদর্শন করেন। এসময় তিনি জোর দিয়ে বলেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং স্ব-উন্নতি একটি দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার ভিত্তি।
চীনের প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে অবশ্যই উদ্ভাবন-নির্ভর উন্নয়ন-কৌশলকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জীবনপদ্ধতি আঁকড়ে ধরতে হবে, নতুন প্রযুক্তি ও নতুন শিল্পের জন্ম দিতে হবে, এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন ক্ষেত্র উন্মুক্ত করতে হবে। আর এভাবেই দেশের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটি নতুন সুবিধাজনক পরিবেশ তৈরি করা যাবে।
উল্লেখ্য, উহান মধ্য-চীনের একটি কেন্দ্রীয় শহর, একটি গুরুত্বপূর্ণ শিল্প ভিত্তি, বিজ্ঞান ও শিক্ষার ভিত্তি, এবং একটি গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র।
ইবাংলা / জেএন / ২৯ জুন,২০২২