দীর্ঘ ২২ বছর পর চুয়াডাঙ্গা সদরে বিএনপির সন্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দীর্ঘ ২২ বছর পর চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) বেলা ১১ টায় শহরের চাঁদমারি মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সন্মেলন শুরু হয়।

Islami Bank

 

দ্বি-বার্ষিক সন্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু। খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম।

one pherma

বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়াও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানান। পরে দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে সদর উপজেলা ও পৌর বিএনপি কমিটি গঠন করা হবে।

ইবাংলা/এইচএস/২ জুলাই,২০২২

Contact Us