শ্রীপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জুলাই) বিকাল ৩ টায় উক্ত ফাইনাল খেলায় (বালিকা) মাওনা ১নং সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বনাম ডোমবাড়ি চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। বালক দেওচালা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বনাম আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার এর সভাপতিত্বে মুলাইদ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান ফরহাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা‌ পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন , এবং হারুনুর রশিদ, টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল, আ’লীগ নেতা মোঃ মঞ্জুরুল হক মোড়ল।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির, টেপিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোহিনুর আক্তার, আলমগীর ফকিরসহ উপজেলার প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

ইবাংলা / জেএন / ০২ জুলাই,২০২২

Contact Us