গোয়েন্দা পুলিশের জালে পড়েছে ২ ইয়াবা কারবারি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে ধরা পড়েছে দুই ইয়াবা কারবারি। এ সময় তাদের থেকে ২০০পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

Islami Bank

গ্রেপ্তারকৃতরা হলো,কবিরহাট উপজেলার ধাঁনসিড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দপুর গ্রামের আশ্রম কলোনীর আবুল কালামের ছেলে মো.শাহ আলম (২৩) ও নোয়াখালী পৌরসভার পূর্বমহোদরী এলাকার মৃত আবু তাহেরের ছেলে মাইনউদ্দিন (৩৫)।

গতকাল শনিবার (২ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভা সেন্ট্রাল রোডের ডাক্তার আরেফীন ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

one pherma

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রোববার সকালে ওই ২ মাদক কারবারিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ইবাংলা / জেএন / ০৩ জুলাই,২০২২

Contact Us