বন্যার কারণে হাজার হাজার লোককে সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণ সংহারি বন্যা দেখা দেয়ার আগেই সিডনির হাজার হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রবল বর্ষণের কারণে সিডনির উপকন্ঠে ইতোমধ্যে বন্যা দেখা দেয়ায় (৩ জুলা্রই) ববার এ নির্দেশ দেয়া হয়।

Islami Bank

বন্যার কারণে নগরীর ভেতরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সিডনির পশ্চিমাঞ্চলে অন্তত ১৮টি এলাকায় স্থানান্তরের নির্দেশ জারি রয়েছে। এসব এলাকা মার্চে প্রবল বন্যায় তলিয়ে ছিল। নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি সেবা মন্ত্রী স্টেফানি কুক সাংবাদিকদের বলেন, এটি জীবনের জন্য হুমকিপূর্ণ জরুরি পরিস্থিতি।

তিনি বলেন, পরিস্থিতি দ্রুতই পাল্টাচ্ছে। সংক্ষিপ্ত নোটিশে সরে যাওয়ার জন্যে লোকজনকে প্রস্তুত থাকতে হবে বলেও তিনি সতর্ক করেন। স্টেফানি কুক আরো বলেন, অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূল, উত্তর ও দক্ষিণ সিডনির ৫শ’ কিলোমিটারের মধ্যে যারা বাস করে তাদেরকে আবহাওয়ার কারণে স্কুল হলিডে ভ্রমণ পরিকল্পনা বাতিলের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

one pherma

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জরুরি সেবার লোকজন বন্যা কবলিতদের উদ্ধারে ২৯টি অভিযান চালিয়েছে এবং ১৪শরও বেশি কল তাদের করা হয়েছে। মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। এ সময়ে ২০ জনের প্রাণহানি ঘটে। জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অষ্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ইবাংলা / জেএন / ০৩ জুলাই,২০২২

Contact Us