বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ যুবরাজ চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ যুবরাজ চার্লস আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসার সম্মতি জানিয়েছেন। প্রিন্স চার্লস রাজধানী ঢাকা ও সিলেট সফর করবেন।

Islami Bank

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। যুক্তরাজ্য, পর্তুগাল ও রুয়ান্ডা সফর শেষে  রোববার (৩ জুলাই) ঢাকায় ফিরেছেন মোমেন।

গত ২৪ থেকে ২৬ জুন রুয়ান্ডায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে কথা হয় পররাষ্ট্রমন্ত্রীর।

one pherma

নিজের দফতরে সাংবাদিকদের মোমেন বলেন, প্রিন্স চার্লস আমাকে বলেছেন, তিনি বাংলাদেশে আসছেন। আমি তাকে সিলেটে আসার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন।

তার সফরের সময় যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটের দুটি অঞ্চলকে জলবায়ু সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে বলে জানান মোমেন।

ইবাংলা / জেএন / ০৪ জুলাই,২০২২

Contact Us